কারকনিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই উপজাতিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ মার্চ) সকালে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি টেকবাজার এলাকায় থানা পুলিশ তাদের গ্রেফতার করেন। গ্রেফতাররা হলেন, রাঙামাটির সদরের চিররতী চামকা (২৩) ও খাগড়াছড়ি গুঁইমারার মিন্টু চাকমা (২৭)।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, গ্রেফতার দুই যুবক লারমা গ্রুপের সক্রিয় সদস্য। তাদের কাছে একটি বিদেশি কাটা রাইফেল, একটি পিস্তল ও পাঁচ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া গেছে।
তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রামে থেকে তারা সংগঠনের কাজ চালিয়ে আসছিল।
Discussion about this post