কারকনিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীতে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১‘শ পিস স্বর্ণের বারসহ দু‘জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর সিআরবি সাত রাস্তার মোড় থেকে একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি করে এসব স্বর্ণ আটক করা হয়।
গ্রেফতার লাভু সাহা (৫৯) নারায়নগঞ্জের সদর থানার নিতাইগঞ্জের মৃত পরেশ চন্দ্র সাহার ছেলে ও মো. বিলাল হোসেন (২৮) শরীয়তপুরের আদর্শ নগর এলাকার হাশেম সওদাগরের ছেলে।
এদিকে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসেন বিকাল সাড়ে ৩ টার দিকে সংবাদ সম্মেলনে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছি। বারগুলো নিয়ে ঢাকা অভিমুখে রওনা দিয়েছিল তারা। নারায়নগঞ্জে পৌঁছানোর কথা ছিল বলে আমরা জানতে পেরেছি। ১‘শ পিস স্বর্ণের বারের ওজন প্রায় ১১ কেজি ৬৬২ গ্রাম। যার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা। স্বর্ণের গায়ে ইউএই ( ইউনাইটেড আরব আমিরাত) লেখা আছে। অবৈধ পথে স্বর্ণের বারগুলো দেশে আনা হয়েছিল বলে আমরা ধারণা করছি।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীর উল্লেখ করে জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত তথ্য মিলবে বলেও আশা করেন তিনি। তিনি আরও বলেন, একজন বাহক আরেকজন ড্রাইভার। তবে কারো পার্টনার কি না খতিয়ে দেখা হচ্ছে।
Discussion about this post