চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে আওয়ামী লীগ। ভোট গ্রহণ ৩১ মার্চ। টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় দলীয় মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুকে। এদিকে লেবুকে মনোনয়ন দেয়ার বিষয়টি মেনে না নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাাকবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিংস, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন এবং মো.শফিকুল ইসলাম খান জনি। নির্বাচনী মাঠে থাকার বিষয়টি তারা নিশ্চিত করেছেন।
শহিদুল ইসলাম লেবু বলেন, আদর্শের প্রশ্নে কেউ নৌকার বিরুদ্ধে যাবার কথা নয়। নেত্রীর সিদ্ধান্তের বাইরে কেউ যাবে না এটা আমার আত্মবিশ্বাস। আমি নিজেও কোন দিন দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই। মুজিব আদর্শের কোন নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যাবে না এবং নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবাই এক সাথে কাজ করবে বলে আমি মনে করি।
শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, যে মানুষকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে সে অতীতে নৌকা প্রতীক নিয়ে উপ-নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল। তার পরিবর্তে জনগন বিকল্প প্রার্থী চায়। তৃণমূলের নেতাকর্মীরা এ মনোনয়ন মেনে নেয়নি। তারা বিকল্প প্রার্থী হিসেবে আমাকে উপজেলা নির্বাচনে চাচ্ছে।
মো.আরিফ হোসেন বলেন, আমিই একমাত্র মাঠে আছি। আজকে যে নৌকার মনোয়ন পেয়েছেন সে একদিনের জন্য হলেও কোন ভোটারের কাছে যায়নি। জনগনের সমর্থনের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে। জনগনের ভোট লাগবে বলেই আমি তাদের দ্বারে দ্বারে গিয়েছি। আমি ছাড়া অন্য কেউ প্রচারে নামেনি।
মো.শফিকুল ইসলাম খান জনি বলেন, জনগনকে সাথে নিয়ে শেষ পর্যন্ত আমি মাঠে থাকব।
এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু নঈম মোহাম্মদ বজলুর রহীম রিপন নৌকার বাইরে যাবেন না ও ববিন হায়দার চৌধুরী সাদী এখনই এ বিষয় নিয়ে কথা বলতে পারবেন বলে জানান।
অন্যদিকে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করছে না বলে নিশ্চিত করেছেন ঘাটাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম।
ঘাটাইলে আওয়ামী লীগের বাইরে অন্য কোন দলের প্রার্থীর প্রচারণা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।
Discussion about this post