কারকনিউজ ডেস্ক : চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালে যান এবং বিকেল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান তিনি। এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, রোববার সকাল পৌনে ৮টায় তাকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
Discussion about this post