টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাচন উপলক্ষে আজ রোববার (৩ মার্চ) পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ২০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান পদে সাত জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাত প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
ঘাটাইল উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় জন প্রার্থী। তারা হচ্ছেন, ঘাটাইলের হামিদপুর এলাকার অধিবাসী মোঃ শফিকুল ইসলাম জনি, উপজেলার নিয়ামতপুর এলাকার বাসিন্দা মোঃ মনিরুজ্জামান খান, ধলাপাড়া এলাকার মোঃ আরিফ হোসেন, পৌর এলাকার সৈয়দ এহসান আব্দুল্লাহ, সাধুর গলগণ্ডা এলাকার মোঃ শহিদুল ইসলাম খান হেস্টিংস এবং মোঃ শহিদুল ইসলাম লেবু।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাত জন প্রার্থী। তারা হচ্ছেন, উপজেলার মলাজানী এলাকার সজীব সরকার, পৌর এলাকার চান্দশি গ্রামের মোঃ সুলতান মাহমুদ তালুকদার, শেখশিমুল এলাকার তুহিন খান, পৌর এলাকার আব্দুল্লাহ আল মামুন, বাগুন্তা এলাকার সুমন খান বাবু, গৌরাঙ্গী এলাকার কাজী আরজু, কাশতলা এলাকার এসএএসএম শোয়েব।
সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাত জন প্রার্থী। তারা হচ্ছেন, ঘাটাইল পৌর এলাকার কানিজ ফাতেমা, গারট্র এলাকার নুরজাহান সিদ্দিকা, রতনপুর এলাকার মীর আলেয়া পারভিন, পৌর এলাকার শাহিনা সুলতানা শিল্পী, বগা এলাকার তাসলিমা জেসমিন, লাউয়াগ্রাম এলাকার ফাহিমা তালুকদার, হামিদপুর এলাকার আফিয়া বেগম।
মনোনয়নপত্র সংগ্রহকারী প্রায় সবাই আওয়ামী লীগ সমর্থিত বলে জানা গেছে।
এদিকে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে না বলে নিশ্চিত করেছেন ঘাটাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম।
উল্লেখ্য: ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু। শুক্রবার (১ মার্চ) রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ৩১ মার্চ (রোববার) চতুর্থ ধাপে ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ, যাচাই বাছাই ৬ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।
Discussion about this post