স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন, সদর থানা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব প্রমুখ। এছাড়াও জেলা ও শহর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিন্দুবাসিনী সরকারি জামে মসজিদের ইমাম মো. হযরত আলী।
Discussion about this post