টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহাসিক ৩ মার্চ ’৭১ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস পালিত হয়েছে। ৩ মার্চ রবিবার সকালে উপজেলার কালিহাতী কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করায় আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশতেহার পাঠকারীর স্ত্রী ও সাবেক এমপি রাবেয়া সিরাজ। এছাড়া কলেজের অধ্যাপকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এই দিনটিকে জাতীয় ভাবে ছুটি ঘোষনা করে দিবসের স্বীকৃতি প্রদানের দাবি জানান এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
Discussion about this post