স্টাফ রিপোর্টার : যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির হলরুমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ।
নাটাব টাঙ্গাইল জেলা শাখার সদস্য এডভোকেট আবু রায়হান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মইদুল ইসলাম শিশির ও টাঙ্গাইল ল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিম মিয়া।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডা. শম্ভুনাথ চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটাব টাঙ্গাইল জেলা শাখার সদস্য এডভোকেট আল রুহি।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের ফিল সুপারভাইজার শাহিনুর ইসলাম প্রমুখ।
Discussion about this post