কারকনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ নগরীর জামতলা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মার্চ) সকালে জামতলার ব্রাদার্স রোড থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় এক বাসিন্দা পুলিশে দেয়। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের হাত-পা থেতলানো ও শরীরে একাধিক অঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post