বিশেষ প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে টাঙ্গাইলের ১২ টি উপজেলার প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
১ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ১২টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে ৩৪ জনের নাম পাঠিয়েছিলো জেলা আওয়ামী লীগ। তার মধ্যে ১২টি উপজেলা ১২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জেলায় মনোনয়ন পেলেন যারা, ধনবাড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হারুনার রশিদ, মধুপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. ছরোয়ার আলম খান আবু, গোপালপুরে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভূঞাপুরে আব্দুল হালিম, ঘাটাইলে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, কালিহাতীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, সদরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, দেলদুয়ারে উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, নাগরপুরে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, মির্জাপুরে বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মিন্টু, বাসাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান ও সখিপুরে জুলফিকার হায়দার কামাল।
উল্লেখ্য, আগামী ৩১ মার্চ সারাদেশের সাথে চতুর্থ ধাপে টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Discussion about this post