বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানার ভক্ত ও অনুরাগীর সংখ্যা সামাজিক যোগযোগমাধ্যমে বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। এবার সেই সামাজিক মাধ্যমেই ধিক্কার জানালেন তাকে ভক্তরা। মদ পানরত একটি ছবি পোস্ট করে সম্প্রতি ক্যাপশনে বানান ভুল করে সমালোচিত হয়েছেন এই শাহরুখ-কন্যা।
মদ পানের ছবি পোস্ট করার জন্য অনেকেই বিদ্রূপ করেন সুহানাকে।
এ ছাড়া ছবির ক্যাপশনে সুহানা ইংরেজিতে ‘ফ্রেন্ডস’ শব্দটি লিখেছেন, যার বানান ভুল। এতে কেউ সুহানাকে সঠিক বানান লেখার পরামর্শ দিয়েছেন, কেউ বা আবার সুহানা ‘ফ্রেন্ডস’ বানান জানেন না বলে কটাক্ষ করেছেন। কেউ আবার মদ্যপ অবস্থায় ছবি পোস্ট করায় সুহানাকে কটাক্ষ করেছেন।
Discussion about this post