স্টাফ রিপোর্টার : পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে টাঙ্গাইলে স্মরণ সভা ও বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়ের সভাপতিত্বে পুলিশ লাইনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচক ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, র্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মো. বেলাল হোসেন, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আনিছুর রহমান মিয়া প্রমুখ। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ লাইনে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
Discussion about this post