মাভাবিপ্রবি সংবাদদাতা : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহমান চৌধুরীর পিতা নাছির উদ্দিন চৌধুরী (৯০) বৃহস্পতিবার বিকাল ৩ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজের আই.সি.ইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নাছির উদ্দিন চৌধুরী কর্ণফুলী জুট মিলের অবসর প্রাপ্ত কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের মৃতদেহ চট্টগ্রামের হাঁটহাজারী উপজেলার কাচিরহাট তাঁর গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
Discussion about this post