নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ও ভাদ্রা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত।
শুক্রবার যথারিতি ধুবড়িয়ার ৫নং ও ভাদ্রা ৩ নং ওয়ার্ডের উপনির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
ধুবড়িয়া ৫ নং ওয়াড়ের ১৪০৩ জন ভোটারের এ নির্বাচনে ৩জন প্রার্থীর মধ্যে মো. মফিজ মিয়া তাল মার্কা নিয়ে ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. বাবু মোরগ মার্কা নিয়ে ২৯০ ভোট পেয়ে পরাজিত হন। মোট গৃহিত ভোট ৯১২ টি, বাতিল ১৪টি।
আপর দিকে ভাদ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ১৬৭৪ ভোটের মধ্যে রফিকুল ইসলাম বল মার্কা নিয়ে ৩৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মজিবর রহমান সুনিল মোরগ মার্কা নিয়ে ৩৪৭ ভোট পায়ে পরাজিত হন।
Discussion about this post