কারকনিউজ ডেস্ক : ভোটার হবো, ভোট দেবো’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১ মার্চ) দেশে প্রথমবারের মতো ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হবে।
দিবসটি উপলক্ষে নির্বাচন ভবনসহ সারাদেশে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।
তিনি বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ভোটার দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।’
প্রসঙ্গত, গত বছরের ২ এপ্রিল ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দেয় মন্ত্রিসভা।
Discussion about this post