স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। উপজেলার বাহ্মনশাসন এলাকা থেকে বুধবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৬ পিচ ইয়াবা ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঘাটাইল উপজেলার গুনদত্ত গ্রামের মৃত ইমান আলী ছেলে শুকুর মাহমুদ (২৫) ও একই উপজেলার গারট্র গ্রামের মৃত শাহজাহানের ছেলে রুবেল মিয়া (২০)।
বুধবার রাতে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর হাসান আরাফাত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোম্পানী কমান্ডার মেজর হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঘাটাইল উপজেলার বাহ্মনশাসন এলাকার গ্রামীন ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ১২৬ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদে জানায়, তারা ঘাটাইল উপজেলার আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।
তিনি আরো বলেন, র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং আরো জোরদার করা হবে।
Discussion about this post