বিশেষ প্রতিবেদক : জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সদস্য নওরোজ মোহাম্মদ সাইদ এ কমিটির ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলা নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টা ফজলুর রহমান খান ফারুক।
উপদেষ্টা মন্ডলী : খাদিজা সিদ্দিকী, খন্দকার নাজিম উদ্দিন, হারুন-অর-রশিদ, অধ্যাপক মাহমুদ কামাল, অধ্যাপক দেবাশীষ দেব, শ্যামল ব্যানার্জী।
কার্যকরী পরিষদের সভাপতি এডভোকেট নীহার সরকার, সহ-সভাপতি মো. আব্দুল হামিদ, এলেন মল্লিক, হোসনে আরা আহমেদ বেবী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক মনোরঞ্জন সাহা, আজগর আহমেদ খান সেলিম, জাকির মোস্তফা, কাশীনাথ মজুমদার পিংকু, সৈয়দ নাদিরা, কোষাদক্ষ্য সৈয়দ আশরাফ চৌধুরী, দপ্তর সম্পাদক কামনাশীষ শেখর।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, সালামত হোসেন খান দিলু, মাছুদ রানা, নির্মল কুমার সাহা, সোমেন মজুমদার, অধ্যাপক আলী আহসান, অধ্যাপক আজাদ কামাল, মাহফুজ মুজাহিদ, রেনুরাজ দাস, শোভন দাস, সোহাগী আক্তার, রেনু আক্তার ও প্রদীপ কুমার সাহা।
দ্বিবার্ষিক সম্মেলনে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
Discussion about this post