স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ঘাটাইলে গাছের চাপায় আব্দুর রহিম সিকদার (৩৫) নামের এক মোটারসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ধলাপাড়া এলাকায় এ দুঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম সিকদার উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাআটা গ্রামের আব্দুস সামাদের ছেলে। এদিকে সড়কে গাছ পড়ে যাওযায় ঘাটাইল-সাগরদিঘী সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহতের পারিবারিক এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালের দিকে রহিম প্রতিদিনের ন্যায় মোটারসাইকেলযোগে তার সন্তানকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় দিতে যায়। পরে তাকে দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঘাটাইল-সাগরদিঘী সড়কের ধলাপাড়া এলাকায় হঠাৎ একটি মরা আকাশমনি গাছ তার উপর ভেঙে পড়ে। এতে গাছের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post