বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে সামছুল হুদা কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহামুদ হোসেন আলমজিদী শীষ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুন্নাহার, বাসাইল পৌর মেয়র আঃ রহিম আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার দীপক গোস্বামী, বাসাইল সদর ইউপি চেয়ারম্যান আঃ আজিজ মিয়া, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, বিশিষ্ট সমাজ সেবক আজিজুল হামিদ খান,শাহজাহান আলী মিয়া,মোঃ মনির আহম্মেদ সেলিম।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদত হোসেনের তত্বাবধানে অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী এবং বিভিন্ন শ্রেনীর ১ম,২য় এবং ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
Discussion about this post