কারকনিউজ ডেস্ক : গাজীপুরে ট্রেনে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস লীমু (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিটি কর্পোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লীমু পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী এবং সে সদর উপজেলার ছোট কয়ের গ্রামের রুহুল আমিনের মেয়ে বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পূবাইল থানার ওসি নিশ্চিত করে জানান, আজ দুপুরে কলেজ গেট এলাকায় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস লীমুর মৃত্যু হয়। রেল পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
Discussion about this post