কারকনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস (নারায়ণগঞ্জ-ব-১১-০০৫০) ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌ-বাহিনীর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন. আওয়াল (৫০), আলী হোসেন (৪৮) । আহতদের নাম পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ঘাতক বাস ও চালক সোহাগকে আটক করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঈনুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post