বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পর্যায়ে নারী ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক জনসচেতনতামূলক “বিউটিফিকেশন” কোর্সের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি বুধবার উপজেলা পরিষদ হল রুমে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবউন্নয়ন অধিদপ্তরের উপ পরিটালক (টাঙ্গাইল) মো: আব্দুুল বাছেদ, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহীম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: গজনবী খানের সার্বিক সহযোগীতায় বাসাইল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৭দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩৫ যুব নারী অংশগ্রহণ করে।
Discussion about this post