বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে স্বামীর হাতে নববধূ খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার রাতে সখিপুর উপজেলা দাড়িয়াপুর এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আব্দুর রৌফ মিয়ার মেয়ে রুমি আক্তারের সাথে বাসাইল উপজেলার সুন্যা গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলামের গত মাসে বিয়ে হয়। পরবর্তী সময়ে মেয়ে পক্ষ জানতে পারে ছেলে মাদকাসক্ত। পরে মঙ্গলবার রুমি তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসে। এক পর্যায়ে ঘাতক স্বামী রুমিকে গলা টিপে হত্যা করে। এসময় নববধুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
Discussion about this post