কারকনিউজ ডেস্ক : পিলখানা হত্যাকান্ড শুরুর আগেই বেগম খালেদা জিয়া কোথায় পালিয়েছেন, ফখরুল সাহেবরা তাঁকে ২৪ ঘন্টা কোথায় লুকিয়ে রেখেছিলেন- সে রহস্য উদঘাটিত হলে কেঁচো খুঁড়তে বিষধর সাপ বেরিয়ে আসতে পারে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার ফেনী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পিলখানা হত্যাকান্ডের বিচার নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, সরকার নতুন করে আবার ক্ষমতায় আসার পর নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে। মেগাপ্রকল্পগুলোর কাজের গতিশীলতা এসেছে। আগামী ১০ মার্চ ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের দ্বিতীয় কাঁচপুর সেতু প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। এবং জুনের মধ্যেই একই সড়কের দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুও উদ্বোধন করা হবে। এ তিনটি নতুন সেতু নির্মাণ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের অবসান হবে।
তিনি বলেন, ইতিমধ্যে কর্ণফুলী ট্যানেলের খনন কাজ শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে এ প্রথম কোনো ট্যানেল নির্মাণ হচ্ছে, যমুনা নদীর তলদেশেও ১৫ কিলোমিটার আরও একটি ট্যানেল নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ফেনী-নোয়াখালী ও বেগমগঞ্জ-লাকসাম-কুমিল্লা সড়ককে চার লেনে উন্নীত করার পাশাপাশি বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সড়কটি প্রশস্ত করা হবে। ফেনীর লালপুলে নির্মাণ হবে একটি আন্ডার পাস। ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন করা হবে।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আট শত কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা হবে। এরই মধ্যে খাগড়াছড়ি থেকে কক্সবাজার পর্যন্ত তিন শত কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত আরও একটি মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে।
উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অফিশিয়ালি নির্বাচন না করলেও কোথাও কোথাও তাঁদের দলীয় লোকজন স্বতন্ত্র প্রার্থী হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে তাঁদের ৪৪জন প্রার্থী হয়েছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে কাদের বলেন, প্রার্থীতা প্রত্যাহারের আগ পর্যন্ত দলীয় মনোনয়ন সংশোধনের সুযোগ রয়েছে। দলীয় প্রধানের কাছে প্রার্থীদের সম্পর্কে তিন ধরনের জরিপ প্রতিবেদন রয়েছে। তৃণমূল থেকে পাঠানো প্রার্থী তালিকা ওই জরিপের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
এ সময় ফেনী-২ আসনের (সদর) সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সড়ক বিভাগের কুমিল্লা অঞ্চলের অতিরিক্তি প্রধান প্রকৌশলী মনির হোসেন, তত্বাবধায় প্রকৌশলী আবদুর রহিম, ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকেীশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ উপস্থিত ছিলেন।
Discussion about this post