স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের মহাপরিচালক মতবিনিময় সভা করেছে।
সোমবার সকালে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জেলার কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর খামার বাড়ির সভাকক্ষে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আলম।
অনুষ্ঠানে অন্যানের বক্তব্য রাখেন উদ্ভিদ সংগোনিরোধ উইং-এর ভারপ্রাপ্ত পরিচালক আজাহার আলী, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত উপ-পরিচালক আবু আদনান, টাঙ্গাইল সদর উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রুহুল আমিন প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post