স্টাফ রিপোর্টার : অনলাইন ভিত্তিক পর্চার আবেদন গ্রহণ এবং ডাকাযোগে প্রেরণ কার্যক্রমের ‘ হাতের মুঠোয় পর্চা’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের রেকর্ড রুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কে.এম. আলী আজম।
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফ নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় কে.এম. আলী আজম অনলাইন আবেদনকারীদের মধ্যে মাঠ পর্চা তুলে দেন।
Discussion about this post