কারকনিউজ ডেস্ক : যশোরের শার্শায় রিয়া খাতুন(১৬) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজ ঘরে সে আত্মহত্যা করে। নিহত রিয়া বাগআঁচড়া উত্তর পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিকাইল হোসেনের মেয়ে।
নিহতের প্রতিবেশীরা জানান, বাড়ির সবার অজান্তে ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে রিয়া আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
নিহতের বোন রিপা জানান, এক বছর ৪মাস আগে তার মা তাসলিমা খাতুন এর মৃত্যুর পর রিয়ার মাথায় সমস্যা দেখা দেয়। তারপর তাকে ভারতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এটাই ছিল মৃত্যুর প্রধান কারন।
শার্শা থানা পুলিশ কর্মকর্তা (এসআই) আনোয়ার আজিম ও নিলয় বসু রিয়া খাতুনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post