কারকনিউজ ডেস্ক : চট্টগ্রাম বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজকে (ফ্লাইট) জিম্মি করে রেখেছে একজন অস্ত্রধারী। উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিলো। বিমানটি ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী।
সূত্রের খবর বিমানের ভেতরে দুর্বৃত্তরা সবাইকে জিম্মি করে রেখেছে।
বিমানটি রোববার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করা হয়। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সেখানে বিমান ওঠানাম বন্ধ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বিমানের ভেতরে অস্ত্রধারীরা রয়েছে।
বিমানবন্দরের এক কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ পিবিএকে বিমানের জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উড়োজাহাজটিকে ঘিরে রেখেছে। ডাকা হয়েছে ফায়ার সার্ভিসকে।
ওই উড়োজাহাজ থেকে পাইলটসহ যাত্রীরা নেমে যেতে পারলেও কয়েকজন কেবিন ক্রু জিম্মি হয়ে আছেন।
বুকে বোমা বাঁধা আছে দাবি করে ওই অস্ত্রধারী সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার সুযোগ দাবি করছে।
দুবাইগামী বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছার পর অস্ত্রধারী কেবিন ক্রুদের জিম্মি করে।
এরই মধ্যে চট্টগ্রাম বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
পিবিএ/এমআর
Discussion about this post