কারকনিউজ ডেস্ক : প্রায় এক ঘন্টা লিফটে আটকে থাকার পর উদ্ধার হল মমতাজ উদ্দিন কলেজের ২য় বর্ষের ছাত্র নাসির উল্লাহ(১৮)।
জানা গেছে, রবিবার( ২৪ ফেব্রুয়াারি) রাজধানীর উত্তরার এক বন্ধুর বাসায় ৬ষ্ঠ তলায় উঠার সময় লিফটে আটকা পড়েন নাসির উল্লাহ। আশেপাশের লোকজন অনেক চেষ্টা করেও তাকে বের করতে পারেনি। অবশেষে নাসির উল্লাহ হেল্প লাইন ৯৯৯ নম্বরে যোগাযোগ করেন। এক পর্যায় উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম বলেন, ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৪০ নম্বর বাসায় ৬তলা ভবনের ২য় তলায় লিফটে এক ব্যাক্তি আটকা পড়েছেন। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে অত্যাধুনিক স্পেডার যন্ত্র ব্যবহার করে ১০ মিনিটের মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।
Discussion about this post