চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় নগরী ঝিয়ানে গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বুধবার (১৩ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, নগরীর ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ জানায়, শানঝি প্রদেশের রাজধানীর বাকিয়াও জেলার একটি সড়কে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৪১ মিনিটে কংক্রিট মিক্সার ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নয় জন নিহত হন। আহত হন তিন জন।
চিকিৎসকরা জানান, এই ঘটনায় আহত দুইজনকে তাংদু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
Discussion about this post