আর্ন্তজাতিক ডেস্ক : চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের উত্তরাঞ্চলীয় একটি খনির ভেতর বাস দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২০ খনি শ্রমিক। এ ঘটনা আরও কমপক্ষে ২৯ জন আহত হয়েছে। মূলত ত্রুটিপূর্ণের ব্রেকের কারণেই এমনটা ঘটেছে বলে মনে করছে খনি কর্তৃপক্ষ।
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মঙ্গোলিয়া অঞ্চলের লিড, জিঙ্ক ও সিলভার সমৃদ্ধ ওই খনিতে এই দুর্ঘটনা ঘটে।
শিনহুয়ার খবরে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি ৫০ জন খনি শ্রমিক ছিল। তখন বাসটি শ্রমিকদের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার সময় সেটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের এক পাশে আঘাত করে। মূলত এতেই এ হতাহতের ঘটনা ঘটে।
তারা আরও জানাচ্ছে, দুর্ঘটনার পর জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাছাড়া এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
শিনহুয়ার খবরে জানা গেছে, ওই দুর্ঘটনার পর কোম্পানিটির নির্বাহীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
Discussion about this post