বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলে ভূয়াপ্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২।
আজ শনিবার রাতে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর এলাকার ছয়আনী পুকুর পাড়স্থ মীর রেজিয়া বেগমের ২য়তলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভূয়াপ্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্য গোপালপুর উপজেলার বড়কুমুল্লি গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে সাফিন মিয়া ও একই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে সজিব মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ভূয়াপ্রশ্নপত্র তৈরির কাজে ব্যবহৃত ২টি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড ও ফেসবুক মেসেঞ্জারের কথোপকথোন এর স্ক্রীন শর্ট উদ্ধার করা যায়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য এবং সঠিক প্রশ্নপত্র দিবে বলে বিকাশের মাধ্যমে প্রতারনামুলক ভাবে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে।
Discussion about this post