কারকনিউজ ডেস্ক : পুরান ঢাকার চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনের নিচে মজুদ গোডাউন থেকে কেমিক্যাল সরানোর কাজ শুরু হয়েছে।
শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে এই উচ্ছেদ শুরু হয়। এ সময় মেয়র বলেন, পুরনা ঢাকা থেকে সম্পূর্ণ কেমিক্যাল না সরানো পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন।
সাঈদ খোকন বলেন, পুরান ঢাকার সব ধরনের কেমিক্যাল উচ্ছেদ অব্যাহত থাকবে। এ জন্য তিনি এলাকাবাসী, পঞ্চায়েত কমিটি, ব্যবসায়ী ও বাড়ির মালিকদের সহযোগিতা চান।
তিনি বলেন, যদি এরপরও কোনো বাড়ির মলিক কেমিক্যাল রাখেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া কারো বাড়িতে এ ধরনের কোন গোডাউন থাকার তথ্য থাকলে আছে তা জানাতে সিটি করপোরেশনের হট লাইনে ফোন করার অনুরোধ জানান মেয়র।
Discussion about this post