স্টাফ রিপোর্টার : ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় দাড়িয়ে থাকা একটি গাড়িকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হয় ।
এ ঘটনায় আহত হয় আরো ৬জন । ভোররাত ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে । নিহত ওই যাত্রী চাপাইনবাবগঞ্জ শাখার সুজনের সভাপতি এড সৈয়দ শাহজামাল ও চালক চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলতাফ হোসেনের ছেলে মো. মোসারফ হোসেন মুশা বলে জানান পুলিশ ।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই কবিরুল হক জানান, চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ভোররাত ৪টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার ৪নং ব্রিজের কাছে পৌছলে মাইক্রোবাসটি দাড়িয়ে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত হয়।
আহতের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Discussion about this post