কারকনিউজ ডেস্ক : চকবাজারে আগুনের ঘটনায় নিখোঁজ রয়েছেন পাঁচ বছরের শিশু সানিনের মা হালিমা বেগম শিলা (২৫)। সবাই বলছে, তার মা মারা গিয়েছেন। তা কি আর শিশুর মন বুঝে! বারবার করুণ দৃষ্টিতে মাকে খুঁজছে অবুঝ সানিনের চোখজোড়া।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাবা ও মামার সঙ্গে ঢাকা মেডিকেলে আসে শিশুটি। মায়ের লাশ খুঁজে পেতে মেয়ে সানিনের ডিএনএ নমুনা নিয়েছেন চিকিৎসকেরা।
সানিনের মামা ইসরাফিল বলেন, সানিনের বয়স পাঁচ বছর। তার বোনের বয়স পাঁচ মাস। ঘটনার পর থেকেই সানিন খুব অস্থির হয়ে আছে। কারও কোনও কথা শুনছে না। শুধু মায়ের কাছে যাবো বলে কান্না করছে। তাকে বলেছি তার মা এখানে আছে। এটা জানার পর কাল রাত থেকে এখন পর্যন্ত তাকে বাসায় নিতে পারিনি। সানিনের একটাই কথা—মাকে নিয়ে বাসায় যাবে।
জানা যায়, চকবাজারে অগ্নিকাণ্ডের স্থান থেকে ২০০ গজ দূরেই পরিবার নিয়ে থাকতেন শিলা। শিলার স্বামী মোহাম্মদ সুমন চকবাজারে ব্যাগের ব্যবসা করেন।
শিলার বোনের স্বামী মো. বেলাল হোসেন জানালেন, ঘটনার দিন রাতে সানিন একটু অসুস্থ ছিল। তার বাবা সুমন ছিলেন কর্মস্থলে। তাই শিলা তাঁর এক বোন ও দুই শিশুসন্তানকে বাসায় রেখে নিচে গিয়েছিলেন ওষুধ কিনতে। সেই যে গেছেন, তিনি আর ফেরেননি।
পরিবারের সদস্যদের ধারণা, নিচে ওষুধ কিনতে গিয়ে শিলা আগুনের কবলে পড়েছেন। হয়তো তিনি আর নেই। শনাক্ত না হওয়া লাশের ভেতরে শিলা থাকতে পারেন—এমনটা ভেবে ডিএনএ নমুনা দিতে এসেছেন তারা।
Discussion about this post