টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া ও কোদালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ টি বাসার ৪৭টি চূলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
১৪ নভেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী রেজা মো. গোলাম মাসুম প্রধান এবং সুচি রানী সাহা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড টাঙ্গাইলের সহকারি ব্যবস্থাপক (রাজস্ব) তৌফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, অভিযোগের ভিত্তিতে সাবালিয়া এলাকার ছানোয়ারা বেগম ও কোদালিয়া এলাকার মো. শাহজাহান মিয়া, জাহেদা খাতুন, মেহের আফরনের বাসায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ৪৭টি অবৈধ গ্যাসের চূলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
Discussion about this post