বিশেষ প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে “ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সারাদিনব্যাপী উপজেলার হাতিবান্ধা গ্রামের তালিমঘর প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমান।
এতে কিডনি বিশেষজ্ঞ এবং ক্যাম্পস এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদের তত্বাবধানে “সুস্থ কিডনি সবার জন্য সর্বত্র” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু প্রমুখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে কিডনি রোগ নির্ণয়ের জন্য রক্ত, প্রস্রাব, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি ছাড়াও গাইনি, দন্ত, চক্ষু, মেডিসিনসহ অনান্য বিষয়ের উপর প্রায় তিন হাজার সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
Discussion about this post