কারকনিউজ ডেস্ক : পদ্মা বহুমুখী সেতুতে বসেছে অষ্টম স্প্যান। ফলে দৃশ্যমান হলো পদ্মা সেতুর টানা ১২০০ মিটার।
বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। ঘন কুয়াশার কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়।
পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে অষ্টম স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছিল। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি জাজিরার নাওডোবার উদ্দেশে নেয়া হয়।
তাছাড়া প্রকল্প সূত্রে জানা যায়, ৩১৪০ টন ওজনের স্প্যানটি জাজিরা প্রান্তে আনা হচ্ছে ‘তিয়ান ই’ নামে ৩৬০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ক্রেন দিয়ে। জাজিরা নাওডোবা প্রান্তের ৩৫ ও ৩৬ নম্বর খুঁটির ওপর স্প্যানটি বসানো হবে।
এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসে। ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান বসে। ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর চতুর্থ স্প্যান, ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পঞ্চম স্প্যান ও সর্বশেষ গত ২৩ জানুয়ারি ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ষষ্ঠ স্প্যান বসানো হয়। এ নিয়ে পদ্মা সেতুতে মোট স্প্যান বসলো আটটি।
Discussion about this post