কারকনিউজ ডেস্ক : সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায়র সদর ইউনিয়নের মহদিপুর গ্রামসহ সদর বাজারে বিভিন্ন স্থানে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে শিশুসহ প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে রাতেই সতিশ সরকার নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ওইদিন সন্ধ্যা থেকে একটি পাগলা কুকুর সদর ইউনিয়নের মহদিপুর এলাকা থেকে উপজেলা সদর হয়ে কামলাবাজের দিকে আসতে থাকে। কুকুরটি পথিমধ্যে বিভিন্ন
স্থানে অবস্থানরত দিদারুল, আনন্দ পাল, রমা পাল, সেলিনা, খায়রুল, এলকাছ মিয়া, আ. আমিন, হীরু, শামসুল হক, শামীম, কবিতা, জাকির হোসেন, বিশ্বজিৎ রায়, রাজু, সতিশ সরকার, রোকেয়া, আ. হাই, বিসমতি, হাসিম, স্বর্ণা, ইব্রাহিম, জনতা রাণী, নবাব আলী, নূরজাহান, রূপা সিংহ, হাসন আলীসহ অন্তত অর্ধশতাধিক মানুষকে কামড়ায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন।
আহত জাকির হোসেন বলেন, আমি ধর্মপাশা টু জয়শ্যী পাকা সড়কের একটি স্খানে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলাম। হঠাৎ করে একটি কুকুর এসে আমার ডান পায়ে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত এলাকাবাসী কুকুরটিকে মারার জন্য লাঠিসোঠা নিয়ে রাস্তায় নামলেও কুকুরটির হদিস মেলেনি। ফলে এখনও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। যদি কেউ চিকিৎসার খরচ বহন করতে না পারে তাহলে তাকে দরিদ্র রোগীদের জন্য কল্যাণ তহবিল থেকে সহযোগিতা করা হবে।
Discussion about this post