স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
জানা যায়, নির্বাচনে ১১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করেন। ২২২ জন শিক্ষার্থীর মধ্যে ১১২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের সার্বিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুন্নার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারি শিক্ষক মো. ইউসুফ আলী ও প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন ৫ম শ্রেণীর শিক্ষার্থী ইতি আক্তার। নির্বাচনে ৩য় শ্রেণীর শিক্ষার্থী ইয়ামনি ৭২ ভোট, হ্যাপি আক্তার ৮৯ ভোট, ৪র্থ শ্রেণীর ঋৃনী ও শাম্মী ৫২ ভোট, মোহাম্মদ আলী ৮৩ ভোট, লামিয়া আক্তার ৮৯ ভোট, ৫ম শ্রেণীর মো. শান্ত ৬৯ ভোট ও মোমেনা আক্তার ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়।
Discussion about this post