বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে সমাজের দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার ৮জন মহিলার মাঝে এ ছাগল বিতরণ করা হয়।
উপজেলার কলিয়া গ্রামে ‘ঠিকানা’র কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোন্তাসির বিল্লা, ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল, ডা. আমিনুল ইসলাম, ‘ঠিকানা’র সদস্য সাইম শিরাজ, বাদশা মিয়া প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ‘ইনার হুইল ক্লাব অফ জাহাঙ্গীর নগর, ঢাকা-৩২৮ কতৃক রাবেয়া বেগমের জন্য বরাদ্ধকৃত একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
Discussion about this post