স্টাফ রিপোর্টার : স্বীকৃতি প্রাপ্ত নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) এমপিওভুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের শহরের নিরালার মোড়ে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন এ মানব বন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা শাখার সভাপতি শেখ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, মধুপুর উপজেলা শাখার সভাপতি মো. ফারুক হোসেন, অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রভাষক মাজেদুল হক, প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ কয়েক বছরে একাধিক শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে। শিক্ষামন্ত্রীরা ক্ষমতায় থাকার সময় আমারদের এমপিও করার কথা দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রী তথা বর্তমান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি’র কাছে আমাদের প্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্তি করার দাবি জানাচ্ছি। তা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
পরে নিরালার মোড় হতে র্যালি নিয়ে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর পর প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন।
Discussion about this post