বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলে ইয়াবাসহ মো. নিজাম মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
আজ রবিবার রাতে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত নিজাম মিয়া টাঙ্গাইল সদর উপজেলার কাজীপুর চরপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার কাজীপুর চরপাড়া এলাকায় নদী পাড় থেকে অভিযান পরিচালনা করে জয়নাল মিয়ার ছেলে নিজাম মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪২ পিচ ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে জিঞ্জাসাবাদে নিজাম জানায় টাঙ্গাইল সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগ করে নগদ টাকার বিনিময়ে ইয়াবা সরবরাহ করে এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে।
Discussion about this post