বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে সানজিদ নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশুটির স্বজনরা বলেন, উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের চাঁন মিয়া ও বিউটি আক্তারের দেড় বছরের ছেলে সানজিদ বাড়ীর পাশে ডোবায় ব্যাটমিন্টনের ফুল আনতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় কয়েকজন শিক্ষার্থী ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় সানজিদকে বাঁচাতে এগিয়ে আসে এবং শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
Discussion about this post