বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদ্দাম সূত্রধর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় সাদ্দামের ভাই সুদেবের মোবাইল সাভিসিং এর দোকানে ব্রডব্যান্ড সংযোগ লাগানোর সময় এ দুঘটনা ঘটে।
নিহত সাদ্দাম সূত্রধর বাসাইল ইউনিয়নের সৈদামপুর পশ্চিম পাড়ার সুশীল সূত্রধরের ছোট ছেলে।
নিহতের বড় ভাই সুদেব সুত্রধর জানায়, বাসাইল বাসষ্ট্যান্ডে অবস্থিত তার মোবাইল সার্ভিসিং এর দোকানে সাদ্দাম কম্পিউটারে সাইবার সলিউশন বিডি’র ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ লাগাতে যায়। এ সময় ব্রডব্যান্ডের তারে হাত দেয়ার সাথে সাথে সাদ্দাম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেঝেতে পরে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীদের সহয়তায় সাদ্দামকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তুহীন বলেন, এ ঘটনায় কোন অভিযোগ আসেনি বা কোন মামলা দায়ের হয়নি।
Discussion about this post