কারকনিউজ ডেস্ক : চট্টগ্রাম শহরের চাকতাই ভেড়ামার্কেট বস্তিতে আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার ( ১৭ ফেব্রুয়ারি) সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আগুনে প্রায় ২০০ ঘর পুড়ে গেছে।
তিনি আরও বলেন, ধ্বংসস্তুপ থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ৮ জনের সাতজনই দুই পরিবারের সদস্য। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে।
নিহতরা হলেন- গৃহবধূ রহিমা আক্তার (৩৫), তার বড় মেয়ে নাজমা (১৭), ছেলে বাবু (৮), মেয়ে নাসরিন। অন্য একটি পরিবারের আয়শা (২৮) ও তার মেয়ে মিতু (১০)। মৃত অন্য আরেক গৃহবধূ হাসিনা (৪৫)। অন্যজনের নাম জানা যায়নি।
তবে স্থানীয়রা জানান, বস্তিতে রাতেও রান্না হয়, বিধায় চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, মৃতরা আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়েই তাদের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, এ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাছাড়া নিহতদের প্রত্যেকের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে।
Discussion about this post