কারকনিউজ ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রামসহ আরো পাঁচ জেলা।
রোববার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এ নিয়ে আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা আয়েশা খাতুন জানিয়েছেন, সকাল পৌনে ১০ টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
এদিকে চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লায় একই সময়ে ভূমিকম্প হয়।
মৃত্তিকা গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুব ইসলাম জানান, সকাল ৯টার দিকে হঠাৎ মৃদু ভূকম্পনে কেঁপে ওঠে বান্দরবান শহরসহ আশপাশের এলাকা। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
Discussion about this post