খেলাধুলা ডেস্ক : অনুপম ও শামীম অনুপমীয় ব্যাটিং আর সুমন রায় ও আবু সাঈদের বোলিং নৈপুন্যে টাঙ্গাইল প্রেসক্লাব ৯ উইকেটে কালিহাতী প্রেসক্লাবকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
আগামী সোমবার (১৮ ফেব্রুয়ারী) সকালে প্রথম সেমিফাইনালে টাঙ্গাইল প্রেসক্লাব মুখোমুখি হবে “ক” গ্রুপ চ্যাম্পিয়ান দেলদুয়ার প্রেসক্লাবের বিরুদ্ধে।
টাঙ্গাইল স্টেডিয়ামে শনিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে অনুষ্ঠিত টাঙ্গাইল প্রেসক্লাব আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের “খ” গ্রুপের ম্যাচে টাঙ্গাইল প্রেসক্লাব মুখোমুখি হয় কালিহাতী প্রেসক্লাবের বিরুদ্ধে। টস জয়ী কালিহাতী প্রেসক্লাব প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথমে কালিহাতী প্রেসক্লাব ১৮.৩ ওভারে সুমন কুমার রায় ও আবু সাঈদের দূদার্ন্ত বোলিংয়ে মাত্র ৮৪ রানে অলআউট হয়। দলের পক্ষে আনিসুর রহমান শেলি সর্বোচ্চ ১৭, মেহেদী হাসান মৃদুল ১৩ ও অলক কুমার দাস অপরাজিত ১০ রান করে।
বোলিংয়ে বিজয়ী দলের সুমন কুমার রায় ও আবু সাঈদ ৩টি করে উইকেট দখল করে। জবাবে টাঙ্গাইল প্রেসক্লাব শুরুতে তাদের উদ্বোধনী ব্যাটসম্যান মালেক আদনানকে হারিয়ে চাপে পড়ে। পরবর্তীতে ইফতেখারুল অনুপম ও শামীম আল মামুনের চমৎকার ব্যাটিং নৈপুন্যে ১৪.২ ওভারে ১টি উইকেট হারিয়ে ৮৮ রান করে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়। দলের পক্ষে শামীম আল মামুন ৪২, ইফতেখারুল অনুপম ২৪ রান করে। বিজিত কালিহাতী প্রেসক্লাবের অধিনায়ক কাজল আর্য ১টি উইকেট দখল করে।
এছাড়া দিনের প্রথম খেলায় ঘাটাইল প্রেসক্লাব ৬ উইকেটে নাগরপুর প্রেসক্লাবকে পরাজিত করেছে। নাগরপুর প্রেসক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান করে। দলের পক্ষে তোফায়েল আহমেদ রনি সর্বোচ্চ রান করে ১৩ করে। বোলিংয়ে ঘাটাইল প্রেসক্লাবের মিলন ও আতিকুর ২টি করে উইকেট দখল করে। জবাবে ঘাটাইল প্রেসক্লাব ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান করে। দলের পক্ষে মিলন সর্বোচ্চ ৫৪ রান করে। বিজিত দলের এবি সিদ্দিক ২টি ও তোফায়েল আহমেদ রনি ১টি উইকেট দখল করে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব ও বাসাইল প্রেসক্লাব। দুপুরে সখীপুর প্রেসক্লাব ও গোপালপুর প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।
Discussion about this post