কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে তেলের ড্রাম বোঝাই ভ্যান উল্টে লাল চাঁন (২৭) নামের ভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঝনঝনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক লালচান গোপালপুর উপজেলার দৌলতপুর গ্রামের জুরান আলীর ছেলে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ওই ভ্যানচালক তেলের ড্রাম নিয়ে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। পরে ভূঞাপুর-গোপালপুর সড়কের ঝনঝনিয়া এলাকায় ভ্যান উল্টে তেলের ড্রামটি তার মাথার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যানচালকের মৃত্যু হয়।
সড়কটিতে খানা-খন্দ থাকার কারণে ভ্যানগাড়ি উল্টে পড়ে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post