ক্রীড়া ডেস্ক : অ্যাঙ্কেলের চোটের কারণে প্রায় আড়াই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন পিএসজি সুপারস্টার নেইমার। চোট কাটিয়ে মাঠে ফিরতে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন ফরাসি ক্লাবটির এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চলতি বছরের জানুয়ারিতে পায়ে চোট পান নেইমার। ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পান ২৬ বছর বয়সি তারকা। সেরে উঠতে ১০ সপ্তাহ মতো সময় লাগবে বলে জানায় তার ক্লাব পিএসজি। এর মধ্যেই মাঠে নামতে মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনার প্রাক্তন এ তারকা।
চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানইউর বিপক্ষে দুই লেগসহ কমপক্ষে ১৪টি ম্যাচে পিএসজির হয়ে মাঠে নামতে পারছেন না নেইমার। যাদিও নেইমার ও দলের আরেক সেরা তারকা এডিনসন কাভানিকে ছাড়াই মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর বিপক্ষে প্রথম লেগে জয় নিয়ে ফিরেছে পিএসজি।
চোট কাটিয়ে মাঠে ফিরতে নেইমার কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন শনিবার এক ইনস্টাগ্রাম বার্তায় বুঝা গেছে। নিজের প্রাইভেট জেটের সামনে স্ক্রেচ উঁচিয়ে ধরে ছবি পোস্ট করেছেন তিনি। ছবির পোস্টে নেইমার লিখেন, ‘জীবন লড়াকুদের জন্য, তাই কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না।’
Discussion about this post